আগরতলা, ২২ মার্চ : আসন্ন বিধানসভা উপনির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হয়েছেন দীপক মজুমদার। বিজেপি দলের কেন্দ্রীয় কমিটির তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।
আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে দীপক মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী ভোটাদের উদ্দ্যেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারকে আরো সমৃদ্ধ করতে প্রতি আগামী ১৯ এপ্রিল “পদ্মফুল” চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানিয়েছেন।

