ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতা ২৪ মার্চ। দোল পূর্ণিমা উপলক্ষ্যে হবে ওই আসর। কৃষ্ণনগর মেট্রিক্স আকাদেমির অফিস বাড়িতে ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রতিযোগিতা। সকালে আসরের উদ্বোধন করবেন আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত। অনূর্ধ্ব-৭ এবং উন্মুক্ত- ওই দু বিভাগে হবে আসর। তাতে অংশ নিচ্ছে আকাদেমির আগরতলা এবং উদয়পুর শাখার দাবাড়ুরা। দাবাড়ুদের যথাসময়ে খেলার স্থানে উপস্থিত থাকার জন্য কোচ কিরীটী দত্ত অনুরোধ করেছেন। প্রসঙ্গত: আসরের উদ্যোক্তা মেট্রিক্স চেস আকাদেমি।
2024-03-21