নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থ তছরূপ মামলায় সোমবার সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সত্যেন্দ্র জৈনকে অবিলম্বে আত্মসমর্পণ করতেও বলেছে সর্বোচ্চ আদালত। এদিন বিচারপতি বেলা এস ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিত্থলের বেঞ্চ সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
সত্যেন্দ্র জৈন ছাড়াও অঙ্কুশ ও বৈভব জৈনের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। উল্লেখ্য, গত ২৬ মে স্বাস্থ্য সংক্রান্ত কারণে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সত্যেন্দ্র জৈন। পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদও বেড়েছে। কিন্তু, অর্থ তছরূপ মামলায় সোমবার সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সত্যেন্দ্র জৈনকে অবিলম্বে আত্মসমর্পণ করতেও বলেছে শীর্ষ আদালত।

