বেঙ্গালুরু, ১৮ মার্চ (হি.স.) : বিরাট কোহেলি কোথায়? এ নিয়ে অনেক জল্পনার পর সোমবার কোহলি যোগ দিলেন আরসিবি ক্যাম্পে। আর ৩ দিন বাদেই শুরু হচ্ছে আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি আরসিবি ও চেন্নাই সুপার কিংস। আরসিবি সোশাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছে সেই ভিডিও ক্যামেরায় তুলে ধরা হয়েছে কোহলিকে। আর সেই ভিডিওয় দেখা যাচ্ছে, ব্রিফকেস থেকে কোহলি আরসিবি-র চুক্তিপত্র বের করছেন। আর ক্যামেরায় তুলে ধরা হয়েছে বেঙ্গলুরু বিমানবন্দরে কোহলিকে ভক্তদের অভ্যর্থনা জানানোর ব্যাপারটিও।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন না কোহলি। দীর্ঘ বিরতির পর আইপিএল দিয়ে বিরাট ফিরছেন ক্রিকেট মাঠে। তাঁকে ঘিরে তাই স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি ভক্তরা।