কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ৫।
প্রাথমিকভাবে ২ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। সেই সংখ্যা বৃদ্ধি পেল। মৃতদের মধ্যে দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে জানা যায়, আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। বাকি দু’জনের চিকিৎসা এসএসকেএম হাসপাতালে শুরু হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় প্রথম প্রায় ২২ জন আটকে ছিল। এখনও পর্যন্ত মোট ১৩-১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ৪ জন আটকে রয়েছেন ধ্বংসস্তুপের নীচে। এদিকে পুলিশ সূত্রে ৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তারা হলেন সামা বেগম (৪৭), হাসিনা খাতুন (৫৫), আকবর আলি (৬০), রিজওয়াল আলম (২২)। এঁদের মধ্যে শামা এবং হাসিনা দুই বোন।

