হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা এলাকার একটি কারখানায় শনিবার রাতে বয়লার বিস্ফোরণে বহু শ্রমিক আহত হয়েছেন। রবিবার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। তিনি জেলা প্রশাসনকে অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন।
উল্লেখ্য, শনিবার রাতে হরিয়ানার রেওয়ারি জেলার ধারুহেরা এলাকার একটি কারখানায় বয়লার ফেটে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে বহুক্ষণ চেষ্টার ফলে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন।