মুম্বই, ১৭ মার্চ (হি.স.): মাত্র ৫ শতাংশ মানুষই সুবিচার পান, তাঁদের জন্য আদালত, সরকার এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান কাজ করে। ৯০ শতাংশ মানুষ অন্যায়ের কারণে ভুগছেন। এই অভিমত পোষণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার মুম্বইয়ে এক বক্তৃতা সভায় রাহুল গান্ধী বলেছেন, “মাত্র ৫ শতাংশ মানুষই সুবিচার পান। তাঁদের জন্য আদালত, সরকার এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান কাজ করে। কিন্তু আমরা যদি অন্য ৯০ শতাংশ জনসংখ্যার দিকে তাকাই, তাঁরা অন্যায়ের কারণে ভুগছে।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “ভারত যদি ”মহব্বতের” দেশ হয়, তাহলে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে? আমরা বলি বিজেপি ঘৃণা ছড়ায়, কিন্তু এই ঘৃণার একটা ভিত্তি থাকতে হবে… ঘৃণার কারণ হল অন্যায়। এই দেশে প্রতিদিন অন্যায় হচ্ছে। গরিব, কৃষক, দলিত, নারী ও যুবকের বিরুদ্ধে হচ্ছে।”

