পালনাড়ু, ১৭ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের জগনমোহন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাড়ুতে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অন্ধ্রপ্রদেশের জনগণ দু”টি সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কেন্দ্রে এনডিএ সরকারকে ফিরিয়ে আনবেন। জনগণ রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ এবং তাদের সরাতে চায়। অন্ধ্রপ্রদেশের জনগণ রাজ্য সরকারের দ্বারা বিশ্বাসঘাতকতা অনুভব করছেন।”
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “রামমন্দির উদ্বোধনের দিন আমার মনে আছে, সারা রাজ্য ভগবান রামের প্রত্যাবর্তন উদযাপন করেছিল। তেলেগু জনগণ কখনই এনটিআরকে ভুলতে পারে না। কিভাবে তিনি ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের ভূমিকাকে প্রাণবন্ত করেছেন। তিনি সারাজীবন কৃষক ও দরিদ্রদের অধিকারের জন্য লড়াই করেছেন এবং এর কারণে তাকে কংগ্রেসের অত্যাচার সহ্য করতে হয়েছে। কংগ্রেস বরাবরই অন্ধ্রপ্রদেশের গর্বকে অপমান করেছে। আমাদের সরকার সর্বদা অন্ধ্রপ্রদেশের গর্বের প্রতি শ্রদ্ধাশীল। কংগ্রেস কীভাবে তাঁকে (এনটিআর) অপমান করেছে তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে বিজেপি এবং এনডিএ সর্বদা দেশের জন্য নিবেদিত নেতাদের সম্মান করে।”

