হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ছাই তিনটি ঘর, খোলা আকাশের নীচে তিনটি পরিবার

মালদা, ১৭ মার্চ (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে পুড়ল তিনটি ঘর। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মাধাইপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। দমকলের একটি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে দুই ভাই লুফান্দার বিশ্বাস ও রুমা বিশ্বাসের তিনটি ঘর। এছাড়া একটি বাইক, পাঁচটি সাইকেল, আসবাব সহ একাধিক জিনিস পুড়েছে আগুনে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রুমা বিশ্বাসের ঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুন লাগে। নিমেষেই তা ছড়িয়ে পড়ে। পরপর তিনটি ঘরে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে পরিবার দুটির।