ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে চাম্পামুড়া কোচিং সেন্টার। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ ম্যাচের মাথায় চাম্পামুড়া কোচিং সেন্টার ছয় উইকেটের ব্যবধানে মৌচাক কোচিং সেন্টার কে পরাজিত করেছে। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে দিনের দ্বিতীয় খেলায় মৌচাক কোচিং সেন্টার টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত কুড়ি ওভারে ৬ উইকেটে ৫৭ রান সংগ্রহ করলে, জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া কোচিং সেন্টার ১৪.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের মেঘা দাস সর্বাধিক কুড়ি রান সংগ্রহ করলেও সতীর্থ গিয়া মন্ডল (২/৪) দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পায়।
2024-03-17

