ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে এডি নগর প্লে সেন্টার। টানা তিন ম্যাচে জয় অর্থাৎ মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি কে আট উইকেটে হারিয়ে এডি নগর প্লে সেন্টার জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। এমবিবি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১১২ রান সংগ্রহ করে। জবাবে এ.ডি নগর প্লে সেন্টার ১৬.২ ওভার খেলেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজিত দলের সুপ্রিয়া দাস সর্বাধিক ৫২ রান সংগ্রহ করলেও এ ডি নগর প্লে সেন্টারের অন্নপূর্ণা দাস সর্বাধিক ৪১ রান এবং এক উইকেট সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।
2024-03-17

