আগরতলা, ১৬ মার্চ: সিপিএমের শাসনকালে জনজাতিদের জেলে বন্দি করা হয়েছিল। কারণ, বিধানসভা নির্বাচনে আইপিএফটি ও কংগ্রেসকে ভোট দেওয়া তাঁদের অপরাধ ছিল। আজ রাজ্যে সেই বামগ্রেসের জোট হয়েছে। আজ শনিবার আগরতলা টাউন হলে জনজাতি কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠানে সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা।
সারা দেশে বামগ্রেসের কোন অস্তিত্ব নেই। তারা কখনো ক্ষমতায় বসতে পারবে না। জনজাতিদের যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাঁদের রাজনীতিই হল বিভ্রান্ত করার।
এদিন তিনি জনজাতিদের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, আমাদের অধিকারের জন্য কেন্দ্রসরকার ভাবছে। শুধু লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে।
তাঁর কটাক্ষ, ত্রিপুরায় ২৫ বছর ধরে সিপিএম জনজাতিদের গরীব করে রেখে দিয়েছে। কারণ, সিপিএমের নীতিই ছিল জনজাতিদের গরীব করে রাখা।