নয়াদিল্লি, ১৫ মার্চ (হি. স.): আবগারি দুর্নীতি মামলায় ক্ষণিকের স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ইডির সমনের প্রেক্ষিতে আপাতত অন্তবর্তী স্বস্তি দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, এর আগে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৮ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। উল্লেখ্য, এই একই মামলায় গ্রেফতার হয়েছেন আমি আদমি পার্টির মণীস সিসোদিয়া, সঞ্জয় সিংয়ের মতো নেতা ও মন্ত্রীরা। জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে আমি আদমি পার্টির একাধিক নেতারা।