কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে আহত এক শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৫ মার্চ: কাজ করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে  কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজার এলাকায়।

পেটের তাগিদে নিজেকে কর্মজীবন সমর্পণ করলেন সদ্য আঠারো বছর বয়সী এক যুবক। কাজ করতে যান পাবিয়াছড়া বাজার সংলগ্ন এলাকার খাদিমের শোরুমের পাশের একটি বিল্ডিং এ।

দ্বিতল বিশিষ্ট ওই বিল্ডিং এর উপরে কাজ করার সময় হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শে এসে  বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবক ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত ডাক্তার তাকে রেফার করেন কৈলাসহর জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।