নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা সুধা মূর্তি। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উপস্থিতিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেছেন সুধা মূর্তি। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ইনফোসিসের কর্ণধার নারায়ণ মূর্তি-সহ আরও অনেকেই।
শিক্ষাবিদ ও লেখিকা সুধা মূর্তিকে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ। নারী দিবসে নিজের এক্স হ্যান্ডেলে সুধা মূর্তিকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৫০ সালে ১৯ আগস্ট কর্নাটকে জন্মগ্রহণ করেন সুধা। নারায়ণ মূর্তির স্ত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি’তে। বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসাবেও কাজ করেছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় তাঁর ৪০টির বেশিও বই আছে। এ ছাড়াও বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে একাধিক কলাম লিখেছেন তিনি।

