নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের দুজনের মধ্যে একটি বৈঠক হয়।
হরিয়ানার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী শক্তিশালী ও সমৃদ্ধ হরিয়ানা তৈরির জন্য সংকল্প গ্রহণ করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মন্ত্র দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক্স-এ পোস্ট করে লিখেছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সিং জানান, হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ পেয়েছেন। তিনি আরও বলেন যে, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ হরিয়ানা গঠনে সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার মন্ত্র দিয়েছেন।

