নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): সিএএ প্রসঙ্গে বিজেপিকে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেছেন, “কী এই সিএএ? বিজেপি আমাদের সন্তানদেরই চাকরি দিতে পারছে না, কিন্তু তাঁরা পাকিস্তানের সন্তানদের চাকরি দিতে চায়। আমাদের দেশের বহু মানুষ এখনও গৃহহীন কিন্তু বিজেপি পাকিস্তান থেকে আসা মানুষজনকে এখানে বসতি দিতে চায়। বিজেপি পাকিস্তান থেকে মানুষজনকে আমাদের চাকরি দিতে চায়।”
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “কেন্দ্রের বিজেপি সরকার বলেছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান – এই তিনটি দেশের সংখ্যালঘুরা যদি ভারতীয় নাগরিকত্ব পেতে চান তবে তাঁদের তা দেওয়া হবে। এর মানে হল আমাদের দেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুদের আনা হবে। তাদের চাকরি দেওয়া হবে এবং তাদের জন্য বাড়ি তৈরি করা হবে।” কেজরিওয়ালের কথায়, “বিজেপি পাকিস্তানিদের আমাদের ন্যায্য বাড়িতে বসতি দিতে চায়। ভারত সরকারের অর্থ যা আমাদের পরিবার ও দেশের উন্নয়নে ব্যবহার করা দরকার, তা পাকিস্তানিদের বসতি স্থাপনে ব্যবহার করা হবে।”