সিএএ নিয়ে মুখ খুললেন শচীন পাইলট, বললেন এমএসপি নিয়ে সরকার আইন আনলে খুশি হতাম

টোঙ্ক, ১৩ মার্চ (হি.স.): সিএএ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, “আমি খুশি হতাম যদি সরকার এমএসপি সংক্রান্ত একটি আইন অথবা কর্মসংস্থান সম্পর্কিত একটি আইন নিয়ে আসে – যেমন মনরেগা অথবা কিছু জনকল্যাণমূলক আইন।” বুধবার সকালে রাজস্থানের টোঙ্ক-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শচীন পাইলট বলেছেন, এটি আসলে একটি পুরানো আইন এবং এটি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার ঠিক আগেই আনা হয়েছে।

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেছেন, “আমি খুশি হতাম যদি সরকার এমএসপি সংক্রান্ত একটি আইন অথবা কর্মসংস্থান সম্পর্কিত একটি আইন নিয়ে আসে – যেমন মনরেগা অথবা কিছু জনকল্যাণমূলক আইন। আমরা সেক্ষেত্রে স্বাগত জানাতাম। জনগণের স্বার্থে যা করা হয় আমরা তা স্বাগত জানাই, তা যে সরকারই হোক না কেন। কিন্তু এটি, যা নির্বাচনের প্রাক্কালে করা হয়েছে, তা হল কেন্দ্রীয় সরকারের মেরুকরণের প্রচেষ্টা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *