আগামীকাল শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা, ১৫ মার্চ থেকে অনুশীলন

কলকাতা, ১৩ মার্চ (হি.স.) : আগামীকাল শহরে চলে আসছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারেরা। পরের দিনই অর্থাৎ ১৫ মার্চ থেকে কেকেআরের অনুশীলন শুরু হয়ে যাবে। শুধুমাত্র শ্রেয়াস আইয়ার ছাড়া কেকেআরের স্বদেশি সব ক্রিকেটারেরা শহরে চলে আসবেন বলে জানানো হয়েছে। শ্রেয়স মুম্বইয়ে রঞ্জি ফাইনাল খেলছেন। সেটি শেষ হলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির তরফে কিছু জানানো হয়নি।