রোহতাসে খাদে পুণ্যার্থী বোঝাই গাড়ি; মৃত ৪, আহত ২৬

রোহতাস, ১৩ মার্চ (হি. স.): বিহারের রোহতাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চেনারি থানার অন্তর্গত গাইঘাটের কাছে।

জানা গিয়েছে, বুধবার সকালে পিকআপ ভ্যানে চড়ে ৩০ জন পুণ্যার্থী তীর্থযাত্রা করতে গুপ্তধামে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণহীন হয়ে রোহতাসের কাছে গড়িয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।