পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ১৩ মার্চ : পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ দিন সমস্যার সমাধান না পেয়ে ফের পানীয় জলের দাবিতে আজ মাছমারা থেকে কাঞ্চনপুর যাওয়ার রাস্তা অবরোধ করে পাবিয়াছড়া বিধানসভার লালজুড়ি ব্লকের জয়মনিপাড়া এলাকার প্রমীলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভিগছেন লালজুড়ি ব্লকের জয়মনিপাড়া এলাকাবাসী। একাধিকবার এ বিষয়ে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করেনি। তাই আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন দূত পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।