শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.) : শ্রীনগরের উপকণ্ঠে আগুন লেগে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ফলে কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল ও জরুরি পরিষেবার আধিকারিকরা জানিয়েছেন, শ্রীনগর শহরের একটি মসজিদ সংলগ্ন বাড়িতে মঙ্গলবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন এতটাই ভয়ানক ছিল যে এটি দ্রুত আশেপাশের আরও ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দমকলের এক আধিকারিক আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। তিনি বলেন, এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

