মালদা, ১৩ মার্চ (হি.স) : ২২ কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করল মালদার মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মহিলার নাম কল্যাণী সেন। কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। মহিলার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি ট্রলি ব্যাগ ভর্তি ২২ কেজি গাজা।
মালদা মানিকচক রাজ্য সড়কের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং চালানোর সময় এই মহিলাকে গাঁজা সহ গ্রেপ্তার করে পুলিশ। ঝাড়খন্ড থেকে এই গাজা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এই গাজা ইংলিশ বাজার ও কালিয়াচক থানা এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল। বুধবার ধৃত মহিলাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ।