শ্রীনগর, ১২ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় মোটরবাইকে ধাক্কা মারল একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর গার্নাইয়ের কাছে। মৃতদের নাম-শাহ্জাদ হুসেন, মুবাসীর হুসেন ও বিমল কুমার। সকলের বাড়ি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর গার্নাইয়ের কাছে একটি ট্রাক ধাক্কা মারে মোটরবাইকে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ও একজন গুরুতর আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।