আগরতলা, ১২ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের মন্ত্রকে পাথেয় করে এগিয়ে চলেছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার। আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের ৩ নং বুথের লাভ্যার্থীদের সাথে মতবিনিময় কর্মসূচিতে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন তিনি বলেন, সারা দেশের সাথে রাজ্যেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার। এরই অঙ্গ হিসেবে আজ বাড়ি বাড়ি লাভ্যার্থীদের সাথে জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে তাঁরা কতটুক সুবিধা পেয়েছেন তা জানার জন্য কর্মসূচি শুরু হয়েছে।
সাথে তিনি যোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো নিয়ে মতবিনিময় করার জন্য লাভ্যার্থীদের জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে।