নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: প্রীতি সম্মেলন এবং চা চক্রের মাধ্যমে সম্পন্ন হল দীর্ঘ খেলো ধর্মনগরের অনুষ্ঠান। খেলো ধর্মনগর এই পরিকল্পনাকে সামনে রেখে গত ১৬ ডিসেম্বর ২০২৩ এ শুরু হয়েছিল একের পর এক প্রতিযোগিতার আসর। প্রায় এক মাসের উপর চলে এই আসর। সবার শেষে সম্পন্ন হয় ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
সার্বিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর সমস্ত ক্লাব কর্মকর্তাদের নিয়ে রবিবার সন্ধ্যায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক প্রীতি সম্মেলন এবং চা চক্রের আয়োজন করা হয়।
এই চা চক্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ পুরো পরিষদের বিভিন্নস্তরের কর্মকর্তারা।
বিশ্ব বন্ধু সেন বলেন আগামী খেলা ধর্মনগর প্রতিযোগিতায় আরো বেশ কিছু ইভেন্ট জুড়ে দেওয়া হবে যেমন জেবলিন থ্রো, বাস্কেটবল এবং মা বোনেদের জন্য লুডো। এই প্রতিযোগিতাকে সর্বাত্মক করে তুলতে সবার সব ধরনের খেলার আয়োজন করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে খেলাধুলার প্রয়োজনীয়তা এবং মানসিকতা।
নেশা মুক্ত ধর্মনগর গড়তে খেলাধুলা একটা বিশেষ গুরুত্ব বহন করে চলেছে। যুব সমাজকে বাঁচাতে এবং নেশা মুক্ত ধর্মনগর তথা ত্রিপুরা গড়তে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করা ছাড়া কোন বিকল্প নেই। তিনি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।