নির্বাচন কমিশনার নিয়োগে সরকারকে আটকাতে মামলা কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ মার্চ (হি. স.): নতুন দুই জাতীয় নির্বাচন কমিশনারের নিয়োগ রুখতে শীর্ষ আদালতে আবেদন করল কংগ্রেস। জানা গিয়েছে, কংগ্রেস সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে যে, নতুুন নির্বাচন কমিশনার আইনের ৭ ও ৮ ধারার অধীনে কেন্দ্রীয় সরকারকে যেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ করা থেকে বিরত করা হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে একজন নির্বাচন কমিশনার অবসর গ্রহণ করেন। আর ৯ মার্চ হঠাৎই আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দেওয়ায় শূন্য হয়েছে দুটি নির্বাচন কমিশনারের পদই। রাজধানীর রাজনীতির অলিন্দে খবর, আগামী ১৫ মার্চের মধ্যেই নতুন দুই কমিশনারকে নিয়োগ করবে সরকার। এরপরই সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস।