কলকাতা, ১১ মার্চ (হি.স.): বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। ব্রিগেড সভামঞ্চে সরাসরি বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।
সোমবার, তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের এক দিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন বলে মনে হয়? অর্জুন তার জবাবে বলেন, ‘‘কিছুটা ভুল তো হয়েইছে। আমাকে বলা হয়েছিল, লোকসভায় টিকিট দেওয়া হবে। সেটা হল না।’’
অর্জুনবাবুর টিকিট না পাওয়ার পর ক্ষোভের চোরাস্রোত। তবে তিনি চান না ‘সান্ত্বনা পুরস্কার’। তিনি সাফ জানান, “সাংসদ পদই পেলাম না। অন্য কী আশী করব?” তিনি টিকিট না পাওয়ায় তাঁর অনুগামীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁদের অবশ্য অর্জুন কড়া বার্তা দিয়েছেন বলেই দাবি। বারাকপুরের ‘বাহুবলী’র নির্দেশ, “শান্ত থাকো। সুস্থ থাকো। ভোট উপভোগ করো।”
‘বিদ্রোহী’ অর্জুনের সঙ্গে ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিকদের ইতিমধ্যে কথা হয়েছে। কী কথা হয়েছে, তা অবশ্য জানাননি। তবে মঙ্গলবার বারাকপুরের তৃণমূল প্রার্থী তাঁর বাড়িতে যাবেন। হাসতে হাসতে অর্জুনবাবু বলেন, “পার্থ বড় নেতা হয়ে গিয়েছেন। বহুদিন আসেননি। পার্থ কাল আমার বাড়িতে আসবেন। চা খাব। পুরনো গল্প হবে।”