নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। প্রতিবেশী রাজ্য অসম এবং ত্রিপুরার পুলিশ সুপার পর্যায়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে উভয় রাজ্যের পুলিশ পরস্পর পরস্পরকে সহযোগিতা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। নির্বাচন পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
সোমবার উত্তর জেলা সদর ধর্মনগরে পুলিশ সুপার এর কার্যালয়ে উত্তর জেলা এবং পার্শ্ববর্তী করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের এক বৈঠক সম্পন্ন হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থসারথি দাস, ত্রিপুরা এবং আসামের জিআরপিএফ ও আরপিএফ এর অফিসাররা, করিমগঞ্জ জেলার এডিশনাল পুলিশ সুপার প্রমূখ।
কিছুদিন আগে ত্রিপুরার ডিজিপি এবং আসানসহ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কিছু সিআরপিএফ জোয়ান এসে কাজে যোগদান করে বিভিন্ন ঢাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছে এবং ফ্লাগ মার্চ চালিয়ে যাচ্ছে।
নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের আদান-প্রদান এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আদান-প্রদান যাতে বন্ধ করা যায় তার জন্য দুই রাজ্যের এসপি পর্যায়ের এই বৈঠক আজ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় একে কাজে লাগিয়ে একটা দুষ্টুচক্র নেশা জাতীয় জিনিস লেনদেন এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রবেশের সম্ভাবনা থেকে মানুষকে দূরে রাখতে এবং সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী।