উত্তর ২৪পরগনা, ১০ মার্চ (হি.স): বিগত দেড় বছরের প্রতিশ্রুতি ভেঙে গেলো শেষ মুহূর্তে! এমনটাই মন্তব্য ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংয়ের গলায়। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর ভারাক্রান্ত হৃদয়ে জানলেন অর্জুন সিং।
তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ” আমাকে দল ব্যারাকপুরের প্রার্থী করবে বলেছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হল। আমার সঙ্গে বঞ্চনা করা হল। বিগত দেড় বছর ধরে আমাকে প্রার্থী করা হবে বলে জন্য হয়। আমি বলে ছিলাম শুধু ব্যারাকপুরের প্রার্থী হতে চাই। তার বাইরে কোথাও হতে চাই নি। তাই হয়তো বাদ দেওয়া হয়েছে। বিকল্প ভাববো। তবে তার আগে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করব। তাদের সিদ্ধান্ত ও মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।” এদিন অর্জুনের সমর্থনে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখানো হয়। তবে জল্পনা অর্জুন হয়তো ফের বিজেপির দরজার কড়া নাড়তে পারেন।