নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : সিআইএসএফ হল সাহস এবং দেশপ্রেমের প্রতীক, রবিবার সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে একথা লিখেই অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রবিবার সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে পুলিশ বাহিনী ও তাঁদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) -এর প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন। রবিবার শাহ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর সেনা এবং তাঁদের পরিবারকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ অমিত শাহ লিখেছেন, “সিআইএসএফ হল সাহস এবং দেশপ্রেমের প্রতীক, এই বাহিনী দেশের গুরুত্বপূর্ণ প্রাথমিক পরিকাঠামোর সুরক্ষা সুনিশ্চিত করে দেশের বিকাশের অগ্রগতিকে ত্বরাণ্বিত করে। দেশের নিরাপত্তার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।”

