ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ।। শুরু হলো প্রস্তুতি শিবির। বাছাই করা ১৯ জন ক্রিকেটারকে নিয়ে। শুক্রবার থেকে। মহকুমার দশমীঘাটের ভগৎ সিং মিনি স্টেডিয়ামে। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৫ আসর থেকে বাছাই করা হয় ক্রিকেটারদের। ওই ক্রিকেটারদের নিয়ে এদিন বিকেল থেকে কোচ পার্থ ভট্টাচার্য-র তত্বাবধানে শুরু হয় প্রস্তুতি শিবির। মূলত রাজ্য আসরকে মাথায় রেখেই ওই শিবিরের আয়োজন। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো: শায়ন রায়, ওমকার মল্লিক, দেবার্পন ভট্টাচার্য, স্বরূপ মজুমদার, সুজন দেবনাথ, অভিজিৎ দাস, তিতির সরকার, কিঞ্জল রুদ্রপাল, দিগ্বীজয় সাহা, পৃথ্বিরাজ গোপ, সুজিত দাস, সুমন দাস, হৃদয়জিৎ সাহা, চিরাগ চৌধুরি, সুরক্ষিত দেববর্মা, প্রীতম দেবনাথ, অনুপ রায়, অর্পন দাস এবং সাহিল দেববর্মা।
2024-03-08

