সরকারে গিয়ে ভুল করেছে তিপরা মথা, টিউজেএস ও আইপিএফটির মতো তিপ্রা মথাও বিলুপ্ত হয়ে যাবে : নরেশ জমাতিয়া

আগরতলা, ৭ মার্চ : সরকারে গিয়ে ভুল করেছে তিপরা মথা। টিউজেএস ও আইপিএফটির মতো তিপ্রা মথাও বিলুপ্ত হয়ে যাবে। আজ সাংবাদিক সম্মেলনে তিপরা মথার বিরুদ্ধে সুর চড়ালেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি নরেশ জমাতিয়া।

তিনি বলেন, তিপরা মথা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ, জনগণ বিজেপি বিরোধী। আর সেই বিজেপি দলেই গিয়ে যোগ দিয়েছে। যারা সিএএ’র পক্ষে তাদের সাথে মিলে গিয়েছে তিপরা মথা বলে কটাক্ষ তাঁর।
তাঁর কটাক্ষ, গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান নিয়ে এতদিন ধরে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। কেন্দ্র সরকার, ত্রিপুরা ও তিপরা মাথার মধ্যে চুক্তি স্বাক্ষর আসলে একটা সাজানো নাটক ছিল।

তাই তিনি জনগণের কাছে লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে একত্রে লড়াই করতে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।