ইডির অভিযোগে কেজরিওয়ালকে তলব আদালতের

নয়াদিল্লি, ৭ মার্চ (হি. স.): অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত থাকছেন। হাজির হচ্ছেন ভোটের প্রচারেও। কিন্তু হাজিরা দিচ্ছেন না ইডির সমনে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেজরিওয়ালের নামে অভিযোগ জানালো আদালতে। আদালত জানিয়েছে, ১৬ মার্চ আম আদমি পার্টির (আপ) সুপ্রিমোকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ বার অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। কিন্তু প্রতিবারই তিনি উপেক্ষা করেছেন। হাজির দেননি একবারও। তিনি এও জানিয়েছিলেন, ১২ মার্চের পর ভার্চুয়ালি ইডির মুখোমুখি হতে রাজি। এরপরই বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, ১৬ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরা দিতে হবে।