ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। একসময়ের দক্ষ ক্রিকেটার, রাজ্য দলের হয়ে একাধিকবার প্রতিনিধিত্ব করা। এমনকি নেতৃত্বও দিয়েছেন রাজ্য দলকে – এমন সব এক্স- ক্রিকেটাররা আজ দারুন একটা ম্যাচ উপহার দিয়েছেন। যদিও প্রীতি ক্রিকেট ম্যাচ। টি-২০ ফরম্যাটে, সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এক্স প্লেয়ারস একাদশের মধ্যে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়ে আয়োজক টিসিএ টিমকেই ব্যাটিং এর আমন্ত্রণ জানালে, সীমিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে জেআরসি ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার ফুরিয়ে যায়। ব্যাটিংয়ে টিসিএ এক্স প্লেয়ার্সদের পক্ষে ওপেনার বাপ্পা দাসের ৮৮ রান, সুবল চৌধুরীর অপরাজিত ২৫ রান, অমিত দাসের ২১ রান, অধিনায়ক গৌড়পদ বণিকের ১৫ রান এবং রাজেশ বণিকের অপরাজিত ১৩ রান উল্লেখযোগ্য। জেআরসি-র পক্ষে সুব্রত দেবনাথের ৩৩ রান, মনোজিৎ দাসের ২৬ রান, মেঘধন দেবের ১৩ রান এবং বিশ্বজিৎ দেবনাথ এর ১১ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে জেআরসি-র অনির্বাণ দেব ও অভিষেক দে দুটি করে উইকেট পেয়েছে। টিসিএ এক্স-প্লেয়ার্সের রাজীব সাহা ১৩ রানে ২ উইকেট তুলে নিয়ে সেরা বোলারের পুরস্কারও পেয়েছেন। ৫০ বল খেলে ৮টি বাউন্ডারিও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৮ রান সংগ্রহ করে বাপ্পা দাস সেরা ব্যাটার্স এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পান। জেআরসির বাপন দাস, প্রসেনজিৎ সাহা, মিল্টন ধর, অরূপ রায় বর্মন, অভিষেক দেববর্মা, দিব্যেন্দু দে, জাকির হোসেন, বিষ্ণুপদ বণিকের পারফরম্যান্সও ছিল উল্লেখ করার মতো। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে টিসিএ-র সচিব সুব্রত দে, জেআরসি-র সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দু-দলের খেলোয়াড়, আম্পায়ার-স্কোরার এবং ফিজিও স্টাফদেরও টিসিএ-র পক্ষ থেকে স্মারক উপহারে সম্মানিত করা হয়। শুরুতে প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক সূচনা পর্বে টিসিএ-র সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী প্রমূখ দু দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং নিয়মিত এই প্রীতি ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। জেআরসি-র পক্ষ থেকে টিসিএ-র সভাপতি, সচিব, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তাদের উত্তরীয় ও স্মারক উপহারে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে টিসিএ-র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান চিরঞ্জীব দে, সদস্য শ্যামল ভট্টাচার্য সহ জেনারেল বডির মেম্বার ও কর্মকর্তা রঞ্জন দত্ত, রাকেশ দাস, সুমন্ত সাহা, সঞ্জয় বোস, সুরজ দেবনাথ, মনীষ ঘোষ, নাজমুল হোসেন উৎপল আচার্য, ধীমান দেববর্মা প্রমূখ উপস্থিত ছিলেন। জেআরসি-র সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2024-03-07

