প্রশ্নফাঁস শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, গোটা দেশের যুবসমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : প্রশ্নফাঁসের ঘটনায় নিজের অসন্তোষ ব্যক্ত করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, প্রশ্নফাঁস শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, গোটা দেশের যুবসমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে জানান, যুব সমাজের আইএনডিআই-এর অগ্রাধিকার। রাহুল এদিন এক্স-এ পোস্ট করে লিখেছেন, শুধুমাত্র গত ৭ বছরেই ৭০টিরও বেশি প্রশ্নফাঁসের ঘটনা ২ কোটির বেশি শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে দিয়েছে। এতে শুধু ভবিষ্যৎ নির্মাণের মূল্যবান বছর নষ্ট হচ্ছে না বরং তাদের পরিবারের ওপর আর্থিক ও মানসিক বোঝাও বাড়ছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও যোগ করেছেন, অবহেলিত সরকার, দুর্নীতিবাজ আধিকারিক, নকল মাফিয়া ও বেসরকারি ছাপাখানার অপরাধমূলক সম্পর্ক বন্ধ করে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাহুল যোগ করেছেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা আমাকে বলেন, প্রশ্নফাঁসের প্রধান তিনটি কারণ রয়েছে। বিক্রি হয়ে যাওয়া সরকারি যন্ত্রপাতি, বেসরকারি ছাপাখানা এবং অধস্তন সেবা নির্বাচন কমিশন দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে। সকলের কাছ থেকে প্রাপ্ত পরামর্শগুলিকে একত্রিত করে, কংগ্রেস যুবকদের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য একটি সুনির্দিষ্ট এবং নির্ভুল পরিকল্পনা তৈরি করছে এবং খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলা হতে দেব না!