আদালতের জমি দখল করে আপের কার্যালয়, ১৫ জুনের মধ্যে খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৪ মার্চ, (হি. স.) : সুপ্রিম কোর্টে ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। ১৫ জুনের মধ্যে খালি করতে হবে রাউস অ্যাভিনিউ এলাকার আপের সদর দফতর। এমনই নির্দেশ শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়–এর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, দলীয় কার্যালয় খালি হলে জেলা আদালতের সম্প্রসারণে সুবিধা হবে।

তবে শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত আপ নেতৃত্ব রাউস অ্যাভিনিউয়ের ওই দফতর ব্যবহার করতে পারবেন। আদালতের তরফে এও উল্লেখ করা হয়েছে, আম আদমি পার্টির বর্তমান জমিতে আইনি কোনও অধিকার নেই ৷ তবে দলীয় দফতরের জন্য বিকল্প জমি পেতে কেজরীওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দফতরে’র দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৬ সালে রাউস অ্যাভিনিউয়ের ওই সরকারি বাংলো দখল করে ‘আপ’ দফতর বানানো হয়েছিল বলে অভিযোগ। আদালতের মতে, ওখানে অফিস চালানোর কোনও আইনি অধিকার নেই আম আদমি পার্টির। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, “আমরা ভূমি ও ভূমি সংস্কার দফতরকে অনুরোধ করছি আম আদমি পার্টির জমির আবেদনকে দ্রুত খতিয়ে দেখে চারসপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে, তা জানানো হোক ৷”

আপের তরফে জানানো হয়েছে, “জাতীয় দল হিসেবে আমরা কিছুই পাইনি ৷ আমাদের বদরপুরে জমি দেওয়া হয়েছিল ৷ যেখানে বাকিরা অনেক ভালো জায়গায় রয়েছে ৷ সামনেই সাধারণ নির্বাচন আসছে ৷ এই পরিস্থিতিতে আমরা ২০২৪ সালের ১৫ জুন পর্যন্ত সময় চাইছি ওই জমি খালি করে দেওয়ার জন্য ৷”