মুম্বই, ৪ মার্চ (হি.স.) : ৫ দিনের ম্যাচ তিন দিনে জিতে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল মুম্বই। সোমবার সেমিফাইনালে তামিলনাড়ুকে ইনিংস এবং ৭০ রানে জিতলো মুম্বই। মুম্বইয়ের জয়ের নায়ক ছিলেন শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে তামিলনাড়ু করে ১৪৬ রান। এই রানের উত্তর দিতে গিয়ে রাহানের মুম্বই দল তোলে ৩৭৮ রান। এরপর তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে। উল্লেখ্য, রঞ্জি ট্রফির সফলতম দল মুম্বই। তারা ৪১ বার চ্যাম্পিয়ন হয়েছে।
2024-03-04