মাইবাং (অসম), ৪ মাৰ্চ (হি.স.) : অসম সরকারের বিকাশ যাত্রার অংশ হিসেবে ডিমা হাসাও জেলায় ৩৩৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ অন্য বেশ কয়েকটি অভিলাষী প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।
রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও যুবকল্যাণ দফরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই প্রমুখদের সঙ্গে নিয়ে রবিবার মাইবাং সরকারি এমই স্কুল খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ অন্য বেশ কয়েকটি অভিলাষী প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেবোলাল গার্লোসা বলেন, গত ১ মার্চ থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা রাজ্যজুড়ে এই বিকাশ যাত্রার সূচনা করেছেন। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। দেবোলাল বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্ল্যানিং বোর্ড চলার দরুন ১ মার্চ তা করা সম্ভব হয়নি। তাই আজ (রবিবার) মাইবাঙে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে উমরাংসো এবং ৯ মার্চ গুঞ্জুঙে এই বিকাশ যাত্রার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও অন্য প্রকল্পের ভূমিপূজন এবং শিলান্যাস করা হবে।
সিইএম গার্লোসা বলেন, মাইবাং মহকুমার সঙ্গে বিভিন্ন প্রত্যন্ত এলাকার সংযোগী সড়ক নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে। তাছাড়া মাইবাং-দিহাঙ্গি যে সড়ক নির্মাণের কাজ চলছে, তা এ বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
গার্লোসা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার আমলে ডিমা হাসাও জেলায় যে ভাবে উন্নয়নের জোয়ার বইছে, এর আগে কখনও কোনও প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর আমলে এ ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমরসিং টিসুকে ভোট দিরে জয়যুক্ত করে এই উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেবোলাল গার্লোসা।
এদিন প্রথমে ডিমা হাসাওয়ের জেলাশাসক বলেন, অসম সরকারের বিকাশ যাত্রার অংশ হিসেবে ৩৩৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং অনান্য অভিলাষী প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস হয়েছে। এর মধ্যে জলজীবন মিশন, জলসেচ ও ভূমি সংরক্ষণ বিভাগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কালাচান্দে নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। তাছাড়া পুরনো মাইবাং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ ও হাফলঙে নতুন বিজ্ঞান ব্লকের ভূমিপূজন ও শিলান্যাস করা হয়েছে।

