হাতির তাণ্ডবে তছনছ বিয়ে বাড়ি, আতঙ্কিত এলাকাবাসীর পথ অবরোধ

আগরতলা, ৪ মার্চ : হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুরের গ্রামবাসীরা। বন্য হাতি বিয়ে বাড়িতে হাতির তাণ্ডব চালিয়েছে। হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে গবাদি পশুর। ওই ঘটনায় প্রতিবাদে আতঙ্কিত এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছেন।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুরের বাসিন্দা সন্তোষ ভৌমিকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সোমবার ভোর রাতে হাতির আক্রমণে তছনছ বিয়ের বাড়ি। হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে গবাদি পশুর।

তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তেলিয়ামুড়ায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে।প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।গভীররাতে বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে ।এ বিষয়ে বনদপ্তরের কর্মীদের একাধিক বার জানানো পরেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে আজ সকালে তেলিয়ামুড়া মধ্য কৃষ্ণপুর এলাকায় সড়ক অবরোধ করেন।

অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়ার থানার পুলিশ সহ বনদপ্তরের কর্মীরা। অবরোধকারীদের সাথে কথা বলে এবং বনদপ্তরের কর্মীরা আশ্বাস দিয়েছেন হাতির সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *