নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ মার্চ: শ্লীলতাহানির দায়ে গ্রেফতার হয়েছেন শাসকদলের বুথ প্রেসিডেন্ট। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলং গ্রাম পঞ্চায়েতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৬২ বছরের শাসক দলীয় নেতা তথা হাফলং গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বুথ সভাপতি নীতিশ নাথ অবশেষে শ্লীলতাহানির দায়ে গ্রেফতার হয়েছেন সোমবার সকালে। উল্লেখ্য গ্রেফতারের পাশাপাশি এলাকাবাসীদের পক্ষ থেকে সোমবার সকালে ধর্মনগর থানায় এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আবেদন জানিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, ১ মার্চ বাড়িতে যখন ১৪ বছরের নাবালিকাটি একা ছিল সেই নির্জনতার সুযোগ নিয়ে তার শ্লীলতাহানি করে ৬২ বছরের বৃদ্ধ নিতিশ নাথ। এ ঘটনাকে কেন্দ্র করে ২ মার্চ বাড়িতে নাবালিকাটি সমস্ত ঘটনা তার অভিভাবককে জানানোর পর অভিভাবকরা অভিযুক্ত নিতিশ নাথের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় ৫/ ২০২৪ একটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ৪৪৮/ ৩৫৪ এবং পক্সো ধারার ৮ নম্বরে এই মামলাটি নথিভুক্ত করা হয়।
এলাকাবাসীরা জানায় অভিযুক্তকে তদন্তক্রমে প্রকৃত শাস্তির ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করতে হবে। ৩ মার্চ বিরেশ পাড়ার জনজাতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাঙ্গণে গ্রামবাসীরা এক সভা সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে অভিযুক্তকে প্রকৃত শাস্তি প্রশাসনকে দিতেই হবে।
তাই সোমবার সকালে যেমন নীতিশ নাথ কে গ্রেফতার করে পুলিশ, তেমনি গ্রামবাসীদের পক্ষ থেকে ধর্মনগর থানায় এর কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একজন বুথ সভাপতির বিরুদ্ধে এই ধরনের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

