বিদ্যুৎ নিগমে চলমান দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন বিদ্যুৎ নিগমে

আগরতলা, ২ মার্চ : শনিবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বনমালিপুরস্থিত বিদ্যুৎ নিগম অফিসের অধিকর্তা দেবাশিস সরকারের নিকট বিদ্যুৎ নিগমে চলমান দুর্নীতির বিরুদ্ধে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী,  সদর জেলা কংগ্রেস সভাপতি  তন্ময় রায়, প্রদেশ কংগ্রেস সম্পাদক  জয়দীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, কংগ্রেস নেতা অলক রঞ্জন গোস্বামী, ও প্রসেনজিৎ ঘোষ।