আগরতলা, ২ মার্চ: চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্প সম্পর্কিত স্পষ্টিকরণ দিয়েছে রাজ্য সরকার।
চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের শুভ সূচনা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪। এই প্রকল্পে সুবিধাভোগীরা পরিবার পিছু বার্ষিক ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতির চীফ এক্সিকিউটিভ অফিসার গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের একটি মেমোরেন্ডাম ইস্যু করেন। এই মেমোরেন্ডামটিতে কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে সেই মেমোটি আজ অপর একটি মেমোরেন্ডাম এর মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে।
এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পটি ক্যানসেল করা হয়েছে সেটা বাস্তবে সেটা একেবারেই ভুল তথ্য। জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ২ মার্চ ২০২৪ তারিখে ইস্যু করা মেমোরেন্ডামটি আগের উক্ত মেমোরেন্ডামটি ক্যান্সেল করার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে এবং এর সাথে প্রকল্প বাতিল হওয়ার কোন যোগসূত্র নেই। জনগণের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে যে ওনারা যেন বিভ্রান্ত না হন এবং অবগত করা হচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের পরিষেবা অব্যাহত থাকবে।
এখন পর্যন্ত মোট ১,৭৮,৭৮৭ জন সুবিধাভোগী কে প্রকল্পের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং মোট ৮৮,৪৭২ সংখ্যক পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে।