আগরতলা, ১ মার্চ : এবার মুম্বাইতে হবে ত্রিপুরা ভবন। পাশাপাশি দিল্লিতে আরও একটি ত্রিপুরা ভবন তৈরি করা হবে। আজ বিধানসভায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ভাষণে একথা জানালেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
এদিন অর্থ মন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই আগরতলা আখাউড়া রেল লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা সরকার অপরাধের হার কমাতে বিপুল সাফল্য অর্জন করেছে। রাজ্যে বর্তমানে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।