নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : সন্দেশখালির ‘আতঙ্ক’ ও তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার হয়েছে। শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট। তিনি বলেছেন, মনে হচ্ছে দীর্ঘ দিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ছিল শেখ শাহজাহান। দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার সিপিআই (এম) নেত্রী বৃন্দা কারাট বলেছেন, “কলকাতা হাইকোর্টের চাপের পরে, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, যা বুঝিয়েই দিচ্ছে যে সে এত দিন তৃণমূল কংগ্রেসের সুরক্ষায়, ছত্রছায়ায় ছিল। যখন সন্দেশখালির ঘটনা ঘটে, এফআইআর নথিভুক্ত করা হয় তখন তাকেও দল থেকে রক্ষা করা হয়।”

