থুথুকুডি (তুতিকোরিন), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইউপিএ সরকার শুধু কথাই বলেছে, কখনও তামিলনাড়ুর উন্নয়নের কথা ভাবেনি। কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, “আমি একটি বিষয় উন্মোচন করতে চাই, আর সেটি সত্য, তিক্ত সত্য, কিন্তু প্রয়োজনীয়। আমি সরাসরি ইউপিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ করছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ুর থুথুকুডিতে ১৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে হরিত নৌকা উদ্যোগের অধীনে ভারতের প্রথম দেশীয় সবুজ হাইড্রোজেন ফুয়েল সেল অভ্যন্তরীণ জলপথ ভেসেল। এছাড়াও ৭৫টি বাতিঘরের লাইটহাউস ট্যুরিজম কফি টেবিল বুক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ যে প্রকল্পগুলি নিয়ে এসেছি সেগুলি কয়েক দশক ধরে এখানকার মানুষের দাবি ছিল। যারা এখন এখানে ক্ষমতায় আছেন, তাঁরাই তখন দিল্লিতে সরকার ও দফতর চালাতেন। কিন্তু, তাঁরা কখনই আপনাদের উন্নয়নের কথা চিন্তা করেনি।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় এখন ভারত সামুদ্রিক ও জলপথের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করছে। গত ১০ বছরে, ভারত লজিস্টিক পারফরমেন্স সূচকে ৩০ তম স্থানে উঠে এসেছে, এই দশকে আমাদের বন্দরের ক্ষমতা দ্বিগুণ হয়েছে, সামুদ্রিক সেক্টরের বৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পেতে চলেছে এবং এটি উপকূলীয় রাজ্যগুলির পাশাপাশি তামিলনাড়ুতেও বড় প্রভাব ফেলবে। এতে তরুণদের জন্য অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “এখন দেশ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বিকশিত তামিলনাড়ুর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ ভিও চিদাম্বরানার বন্দরে আউটার হারবার কন্টেইনার টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। এর জন্য সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ৯০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পও আজ উদ্বোধন করা হয়েছে।”