ফের ভাঙন ধরল বিএসপি-তে, সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শাহ আলম

লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভাঙন ধরল মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে। বুধবার বিএসপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন শাহ আলম ওরফে গুড্ডু জামালি। লখনউয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশের যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন শাহ আলম। শাহ আলম গুড্ডুকে দলে স্বাগত জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, “শাহ আলম গুড্ডু ও তাঁর সমর্থকদের অভিনন্দন জানাই… ‘সমুদ্র মন্থন’-এর মতো এবারের নির্বাচনে ‘সংবিধান মন্থন’ হবে। আমরা খুশি যে আমাদের পিডিএ পরিবার প্রসারিত হচ্ছে এবং আমরা ২০২৪ সালে (লোকসভা নির্বাচন) বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে কাজ করব।”

মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি বিধায়কদের ক্রস ভোটিং প্রসঙ্গে অখিলেশ যাদব এদিন বলেছেন, “নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা বিজেপিকে পরাজিত করে জিতেছে এবং এখন তাঁরা সেই ভোটারদের কী জবাব দেবে? তাঁরা আমাদের বিজেপি-আরএসএস সম্পর্কে তথ্য দিত। আমরা দুঃখিত যে এই তথ্য এখন আমাদের কে দেবে… পিডিএ পরিবার বিস্তৃত হচ্ছে এবং এর কারণে বিজেপি হতাশ এবং অন্যান্য দলগুলিকে ভেঙে ফেলছে। বিজেপিকে একটি নতুন দল গঠন করা উচিত – ‘ বিজেপি সিদ্ধান্তহীন।”