সশস্ত্র হামলাবাজদের হাতে অপহৃত ইমফল পূর্বের এএসপি সহ তিন, জঙ্গল থেকে উদ্ধার, ভরতি হাসপাতালে

ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরে সশস্ত্র হামলাবাজদের হাতে অপহৃত ইমফল পূর্বের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সহ তিনজনকে উদ্ধার করেছে আধাসেনা। গতকাল সন্ধ্যারাতে এএসপি-র বাসভবনে সশস্ত্র দুর্বৃত্ত দলের গুলি-হামলা, ভাঙচুর ও জমায়েতের বিক্ষিপ্ত ঘটনার প্ৰায় ২২ ঘণ্টা অতিক্ৰান্ত। পরিস্থিতি এখনও টান টান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যারাত প্রায় ৬:৫০টায় ইমফল পূর্বের ওয়াংখেই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (এসসিপি) আইডব্লিউ, মইরাংথেম অমিত সিঙের বাসভবনে আচমকা দু-শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালায়। জবাবে পাল্টা গুলি বর্ষণ করতে থাকেন এএসপি-র বাসভবনে মোতায়িত জনাকয়েক নিরাপত্তারক্ষী। আত্মরক্ষায় পিস্তল উঁচিয়ে গুলি ছুঁড়তে থাকেন এএসপিও।

তখন সুযোগ বুঝে দুর্বৃত্তের দল অতিরিক্ত পুলিশ সুপার মইরাংথেম অমিত এবং তাঁর দুই এসকর্ট রবিনাশ মইরাংথেম সিং (২৪) ও কাঙ্গুজাম ভীমসেন (২০)-কে বন্দুকের নল ঠেকিয়ে অপহরণ করে পালিয়ে গা ঢাকা দেয়। ইত্যবসরে খবর পেয়ে ঘটনস্থলে ছুটে যায় অতিরিক্ত আধাসেনা বাহিনী।

ঘটনার কয়েক ঘণ্টা পর পার্বত্য ও উপত্যকা জেলার প্রান্তিক ঝুঁকিপূর্ণ কোয়াকেইথেল কনজেং লেইকাই-এর ঘন জঙ্গল থেকে অপহৃত তিনজনকেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আধাসেনা বাহিনী। আহত তিনজনকে তড়িৎগতিতে চিকিৎসার জন্য ইমফলের পরমপাতে অবস্থিত জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (জেএনআইএমএস)-এ ভরতি করা হয়।

এদিকে ওই প্রান্তিক এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ৮ এমএম বোল্ট অ্যাকশন রাইফেল, একটি ৯ এমএম ম্যাগাজিন সহ সিএমজি, তিনটি ব্যবহৃত ২ ইঞ্চি মর্টার শেল, চারটি ২ ইঞ্চি মর্টার বোমা, ৩৬টি হ্যান্ড গ্রেনেড এবং একটি আরএস মটোরোলা উদ্ধার করেছে।

মণিপুরের বিভিন্ন জেলায় পাহাড় ও উপত্যকায় নতুন ১৪০টি নাকা পয়েন্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২১২ জন দুষ্কৃ্তীকে আটক করেছে পুলিশ।

এদিকে কারা, কী কারণে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনে হামলা করেছে, সে সম্পর্কে এখনই কোনও তথ্য দিতে চাইছে না পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশ সূত্রের।