বিশালগড়ের কুখ্যাত নেশাকারবারী  মিন্টু দেবনাথ গ্রেফতার মেঘালয়ের পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ ফেব্রুয়ারি: বিশালগড়ের কুখ্যাত নেশাকারবারী  মিন্টু দেবনাথ গ্রেফতার মেঘালয়ের পুলিশের হাতে। সোমবার গভীর রাতে মেঘালয় পুলিশ গাঁজা পাচারে জড়িত অভিযুক্তকে বিশালগড়ে নিয়ে আসে। ২০২৩ সালের ২৫ জুন বিশালগড়ের মিন্টু দেবনাথ ও মিঠুন দেবনাথ নামের দুই যুবককে গাঁজা সমেত গ্রেফতার করেন মেঘালয়ের লোমসনং থানার পুলিশ।

নয় মাস ধরে তারা জোয়াই জেলার জেলে বন্দি ছিলেন। বিশালগড় থানার একটি এনডিপিএস মামলায় সোমবার রাতে অভিযুক্ত মিন্টু দেবনাথকে বিশালগড়ে নিয়ে আসে মেঘালয় পুলিশ। মঙ্গলবার তাকে বিশালগড় আদালতে তোলা হয়। বিশালগড়ে এসে পুলিশের গাড়ি থেকে নামার আগেই বিস্ফোরক মন্তব্য করলেন নেশা কারবারি মিন্টু। তার বাড়ি জাঙ্গালিয়া এলাকায়।

সে জানায় বিশালগড় রাউৎখলা এলাকার কুখ্যাত গাঁজা মাফিয়া গোবিন্দ তার সেন্ট্রো গাড়িতে কেবিন বানিয়ে গাঁজা দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে পাঠায় তাকে। মিন্টুর সাথে মিঠুন নামের আরেক যুবক ছিল। তারা ত্রিপুরা পেরিয়ে যেতেই মেঘালয়ে প্রবেশ করতেই লোমসনং থানার পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। পরে গাড়ির গোপন কেবিন থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 মেঘালয় পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা করে্ উক্ত মামলায় এতদিন ধরে তারা জেলেই বন্দি। জাঙ্গালিয়ার মিন্টুর বিরুদ্ধে বিশালগড় থানায় ২০২১ সালের একটি এনডিপিএস মামলা রয়েছে। মামলার ফেরারি আসামি রাজ্য থেকে গাঁজা নিয়ে বহিরাজ্যে গিয়ে ধরা পড়তেই বিশালগড় থানার পুলিশ আদালতে আবেদন জানান এই দুই অভিযুক্তর মধ্যে একজনকে আনার জন্য। পরে আদালত থেকে সেখানে গ্রেফতারি পরোয়ানা পাঠান। সোমবার সকালে সেখানকার জেল থেকে মেঘালয় পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে নিয়ে রওনা দেন। সোমবার রাতে অভিযুক্ত মিন্টুকে নিয়ে আসা হয় বিশালগড় থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *