নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৭ ফেব্রুয়ারি: রাজ্যে পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু একটা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে ও রাষ্ট্রশক্তিকে কালিমালিপ্ত করার জন্য। তাই তারা যুব সমাজকে বিপথে চালিত করার ফাদ পেতেছে। তাই আগামী ভবিষ্যৎকে সঠিক দিশায় নিয়ে যেতে অভিভাবকদের পাশাপাশি সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্যী।
আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের অন্তর্গত ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর রেড লোটাস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহী জেলা দক্ষিনাংশের উদ্যোগে নব যুব চৌপাল বৈঠক।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত , প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, জেলা দক্ষিণ অংশে যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার, মন্ডল যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস প্রমুখ।